হামিংবার্ড
চোখের ভেতরে একটা হামিংবার্ড
নিয়ে বসে আছি;
চমকে দিওনা তাথৈ
উড়ে যাবে ৷
উড়ে যাবে তারা, স্বপ্নেরা
সারি সারি ডানা
ঘুমের ভেতরে বয়ে চলা নদী
হাতের তালুতে বয়ে যাবে
ঢোড়া সাপ, রক্তের ধারা ।
জলের অপেরা
চিরকাল, তুমি চোখের ভেতরে হামিংবার্ড পোষো
হামিংবার্ড; ঋতুহননের কৌশল শেখা হলে
ক্রোধের বসন্ত জাগিয়ে সারাদিন, দাওয়ায় বসে
থাকো! —নাচের পুরনো মুদ্রা
আদিম কসরত থেকে ঝরে যায় অমীমাংসিত
আগুনের অপেরা। সফরকাণ্ড থেকে জলের
গভীর—নিম্নস্তরে প্রথম আকাশ দেখা যায় না।
প্রকৃত শরীর
মনের ভিতরে আছে প্রকৃত শরীর; উহু শরীর
খোঁজবারে কী নির্মমভাবে সে কথা ভুলে যাই, যেভাবে
ভুলে যাই গুটিকয় পাঞ্জাবীর কথা, প্রতিবার গমনের কালে
গোলাপবনের দিকে এগিয়ে যাবোনা অহেতুক।
কিচ্ছু চেনা হয় নাই গহীনের প্রাণ, শুধু ধনুকের থেকে
শিখে নিয়েছি জোড়ালো গমনসঙ্গীত। মনের
ভিতরে আছে প্রাকৃত শরীর; যাকে কখনোই জানা হয় নাই।
0 comments: