ব্যবহারবিধি ও গোপনীয়তার নীতিমালা

* আপনি আপনার নিজের পরিচয় প্রকাশ না করেই আমাদের এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইট আপনার সম্পর্কে কোনরকম তথ্য যেমন আপনার নাম, ছবি, পাসওয়ার্ড, ইমেইল ঠিকানা, কর্মস্থল বা বাসস্থানের ঠিকানা কোনটাই সংগ্রহ করে না। আমাদের ওয়েবসাইট আপনার কম্পিউটারে রক্ষিত কোনরকম তথ্য স্ক্যান করে না।

* আপনার ব্যক্তিগত সমস্তরকম পরিচিতির যাবতীয় গোপনীয়তা সম্পূর্ণভাবে রক্ষা করবো বলে আমরা অঙ্গীকারাবদ্ধ।

* কুকি ব্যবহারঃ প্রতিটি ওয়েবসাইট কুকি নামক ছোট্ট একটি টেক্সট ফাইল দিয়ে ভ্রমণকারীকে চিনে রাখে। আমাদের ওয়েবসাইটও এর ব্যতিক্রম নয়। আমাদের কুকি আপনার কম্পিউটারের হার্ডডিস্কে ব্রাউজারের সাথে সম্পর্কিত হয়ে রক্ষিত থাকবে। আপনি পরেরবার আমাদের ওয়েবসাইট ভ্রমণ করলে এই কুকিটি সেই তথ্য ওয়েবসাইটের কাছে উপস্থাপন করবে। এটা ওয়েবসাইটের ব্যবহার আরও গ্রাহকবান্ধব করার জন্য করা হয়। এতে আপনার কোনরকম ক্ষতি হবে না। বরং একই পোস্ট বারবার দেখা থেকে আপনাকে বিরত রাখবে। এটা আপনার সুবিধার জন্যই ওয়েবসাইটগুলো স্বয়ংক্রিয়ভাবে এই কাজ করে থাকে। অনেক ওয়েবসাইট এই তথ্য জানায় না; কিন্তু আমরা আপনাকে সম্মান করি বলে এই তথ্য জানিয়ে দিলাম। ইচ্ছে করলে আপনি ব্রাউজারের ক্যাস (Cache), ইতিহাস (History) পরিষ্কার করার মাধ্যমে আপনার কম্পিউটারে রক্ষিত কুকি ফাইলটিকে মুছে ফেলতে পারেন। সেক্ষেত্রে আপনার পরেরবারের ভ্রমণকালীন সময়ে পূর্বকালীন ভ্রমণের কোনো তথ্য কোনো ওয়েবসাইট জানতে পারবে না।

* এই ওয়েবসাইট গুগল সার্ভারে হোস্টিংকৃত এবং গুগল এনালিটিক্টস দ্বারা বিশ্লেষণকৃত। 

 
* গুগল ছাড়াও অনলাইনে মুক্তভাবে ভ্রমণরত বিভিন্ন রোবট (Google bot, Yahoo bot, Bing bot) আমাদের অজান্তেই আপনার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে।

* সংগৃহীত তথ্যগুলো গুগল ও অন্যান্য রোবটসমূহ যে উদ্দেশ্যে বা কাজে ব্যবহার করবে তার উপর আমাদের কোন নিয়ন্ত্রণ নেই।

* এই ওয়েবসাইট ভ্রমণকালীন সময়ে আপনার কম্পিউটারের যেকোনো রকম সমস্যার জন্য আমরা দায়ী নই।