জলগৃহ’র দ্বিতীয় সংখ্যা প্রকাশের পর কেটে গেছে দীর্ঘ সময়কাল। প্রবহমান সময়ের ঘর্ষণে কিছু জীবন ক্ষয়ে যায়- আবার কিছু জীবন হাপরের আগুনের মতো জ্বলে ওঠে। বিগত বৃত্তাবদ্ধ সময়ের ভস্ম ঝেড়ে ফেলে জীবন ঋজু ভঙ্গিতে উঠে দাঁড়ায়, ঘুরে দাঁড়ায়। সেই অগ্নিগাথা প্রকাশ সত্যের মতো অপরিহার্য হয়ে পড়ে তখন। ফলে অবশেষে অনলাইন সংস্করণে পুনর্জন্ম হলো ‘জলগৃহ’র। এ প্রক্রিয়ায় যুক্ত হওয়ার পূর্বকালীন কর্মযজ্ঞে দৃশ্যমান হয় বিস্ময়কর যুক্ততা। সম্পর্কের এ যুক্ততা বড় প্রাপ্তি, যা ‘জলগৃহ’র ভবিষ্যৎ প্রকাশ আরো নিশ্চিত ও নির্বিঘ্ন করবে।
‘জলগৃহ’ নতুন করে বিনির্মাণে নেপথ্যে নিরলস শ্রম ও মেধা প্রয়োগ করেছেন অনেক প্রিয়জন। প্রথাবিরোধী কবি ও প্রাবন্ধিক সাম্য রাইয়ান এবং বিশিষ্ট চিত্রশিল্পী রাজীব দত্ত’র কাছে ‘জলগৃহ’ ঋণী। তাঁদের কৃতজ্ঞতা ও সম্মান জানাই।
পাঠক আপনাকে ‘জলগৃহে’ স্বাগত জানাই।
0 comments: