আরণ্যক টিটোর কবিতা

আরণ্যক টিটোর কবিতা

সোনাকাণ্ড

বাঙ্গালীর কাছে যোনি/ধোনের অপর সমার্থক শব্দ 'সোনা'! ভাবতেই তাল/গোল পাকে।
আচ্ছা
যোনি/ধোন কি সোনার মত দামি কোনও অলংকার ছিলো সমাজের কাছে, কি শরীরশোভায়, কি অর্থমূল্যে?...
না হলে যোনি/ধোন কী 'ভাবে' সোনা হয়? (মদন, তুমি কি কিছু জানো এ বিষয়ে?...)

এখন তো 'সোনা' ঐশ্বর্য্যের সর্বোচ্চ অর্থ/মূল্য না... অলংকার হিসেবে এরও উপরে আছে হীরা, প্লাটিনাম...

তাহলে এখন বাঙ্গালীর কাছে যোনি/ধোনের সমার্থক শব্দ ‍‍"সোনা” না হয়ে হীরা বা অন্যকোন অলংকারের নামে আদরনীয় হয়ে উঠছে না কেন? কিছুই বুঝি না!
(মদন, তুমি চুপ্ কেন?... মত বাতলাও!...)

কবে যে বাঙ্গালী যোনি/ধোনকে 'হীরা' বলে ডেকে ওঠবে, কিংবা প্লাটিনাম.....
'সোনা' শব্দটি শোনার সাথে সাথে লজ্জায় লাল হয়ে উঠতে হবে না আর!...
'কে কী ভাবে'
ভয়ে
ভাবের বাউল গাইতেও পারছে না : সোনাবন্ধু তুই আমারে করলিরে দিওয়ানা!...

বনিকের দল চেটে গেছে সোনার বাংলা, এখন চাটছে কোন সে নাগরসমাজ, অর্থনীতি মুখোপাধ্যায়?...
(মদন, তুমি চুপ্ কেন?... নাকি ভিতরে ভিতরে মজা নিচ্ছো মামা?)...

কুহু

লেহ্য চোষ্য পেয়/
চর্বিতচর্বণ/
তুঁহু/
অনন্ত আধার/...
পর্বে পর্বে উন্মোচনে/
রূপের বিভঙ্গী তুঁহু/ সৃজনের অন্ধকারে ফোটা শতদল/
আধেয় প্রিয়াসি মম/ চিত্তের বিকার/...
তুঁহু/
ফুলেল গুঞ্জনে ডেকে ওঠা/
কুহু/...
কু-হু কু-হু/
ছড়িয়ে পড়ছো/ বনান্তরে/…
কালান্তরে/…

বলীদান

রূপকথার গল্পে
বলী ছাড়া
রাজার খনন করা দীঘিতে জল ওঠে না।...
বলেছেন, ঠাকুরমার ঝুলি!

দীঘি, জল আর বলী
এইসব
রূপকের ইশারা!...

বলীপ্রথা
আজও দৃশ্যমান, অন্যরূপে, কি সমাজ, কি রাষ্ট্রে...

এমনই অজস্র বলিদানে
আজো
কানে বাজে, দীঘির দীঘল কথামালা...
জীবনের
বেদীতে দাঁড়িয়ে... গাইছি আজও, কত প্রাণ হল ব-লী-দা-ন...

0 comments: